ভারতীয় গণমাধ্যমে মুস্তাফিজ-বন্দনা
- স্পোর্টস ডেস্ক
আইপিলে নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে প্রশংসা কুঁড়িয়েছেন বাংলাদেশের তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। আর তাই তাকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে মুস্তাফিজ-বন্দনা।
‘আলো ছড়ালেন মুস্তাফিজ, কিন্তু সানরাইজার্স হারল বড় ব্যবধানে’ শিরোনামে প্রতিবেদন ছেপেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। মুস্তাফিজকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকাতেও। আনন্দবাজার পত্রিকার শিরোনাম ছিল : ‘আইপিএল অভিষেকেই জোড়া উইকেট মুস্তাফিজের’। ম্যাচ সেরা পাঁচ পারফরম্যান্স তুলে ধরতে গিয়ে টাইমস অব ইন্ডিয়া মুস্তাফিজের বোলিং ফিগারটাও তুলে ধরেছে। মুস্তাফিজকে নিয়ে বিশেষ প্রতিবেদন ছাপা হয়েছে হিন্দুস্থান টাইমসেও।
বাংলাদেশী ক্রিকেটারদের প্রশংশা করায় চাকরি চলে গেছে হার্শা ভোগলের। তবে তিনি ধারাভাষ্যকক্ষে না থাকলেও টুইটারে মুস্তাফিজের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘মনে হলো সানরাইজার্স হায়দরাবাদে মুস্তাফিজ ছাড়া আর তেমন কিছু নেই। মনে হচ্ছে আইপিএলের অন্যতম সেরা বোলার হবে এই মুস্তাফিজ।’