জয়ের দেখা পেল মুস্তাফিজরা
- স্পোর্টস ডেস্ক
আইপিএলে প্রথম দুই ম্যাচ জয়হীন থাকার পর জয়ের দেখা পেয়েছে মুস্তাফিজুর রহমানের হায়দরাবাদ সানরাইজার্স। মুস্তাফিজসহ বোলারদের নৈপুণ্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে তারা হারিয়েছে ৭ উইকেটে।
মুস্তাফিজের সঙ্গে অন্য পেসারদের দুর্দান্ত বোলিং গড়ে দিয়েছিল জয়ের ভিত্তি। পরে ব্যাট হাতে ঝড় তুলেছেন ডেভিড ওয়ার্নার। হায়দরাবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রান তুলেছিল মুম্বাই। হায়দরাবাদ জিতে যায় ১৫ বল বাকি রেখে।
মিচেল ম্যাকক্লেনাগনের বলে ছক্কা মেরে শুরু করেছিলেন ওয়ার্নার; কিউই এই পেসারকেই দুটি ছক্কায় শেষ করেছেন ম্যাচ। অপরাজিত ছিলেন ৫৭ বলে ৯০ রান করে। এর আগে ম্যাচের প্রথম ভাগে মুস্তাফিজ আবার দেখিয়েছেন নিজের ঝলক।একমাত্র উইকেটটি পেয়েছেন দারুণ এক ইয়র্কারে। ইনিংসের ১৯তম ও নিজের শেষ ওভারে তার ইয়র্কার এলোমেলো করেছে হার্দিক পান্ডিয়ার (২) স্টাম্প। মুস্তাফিজের পাশাপাশি দারুণ বোলিং করেছেন আরেক বাঁহাতি পেসার বারিন্দর স্রান। ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১৭ রানে ১ উইকেট নিয়েছেন ভূবনেশ্বর কুমার।
স্লগ ওভারে মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত দেড়শ’ পর্যন্ত যেতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। ওয়ার্নারের ব্যাটে পরে সেই রানটা অনায়াসেই পেরিয়ে গেছে হায়দরাবাদ। মুস্তাফিজদের মুখে ফুটেছে জয়ের হাসি।