আইপিলের আট বাজিকরকে গেপ্তার করেছে পুলিশ
- স্পোর্টস ডেস্ক
বাজিকর ইস্যু ক্রিকেটের একটি আলোচিত বিসয়। আর আইপিএলে তো টাকার ছড়াছড়ি। তাই সেখানে বাজিকর থাকবে না তা কি হয়! এর আগের আসরগুলোতে কোনো কোনো ভেন্যু থেকে বাজিকরদের গ্রেপ্তার করা হয়েই থাকে।
এবারো তার ব্যতিক্রম হলো না। আইপিএল নিয়ে বাজি ধরার অপরাধে ভারতের হায়দরাবাদে আটজন বাজিকরকে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল অপারেশন্স টিম।
ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, গেপ্তারকৃতদের বিভিন্ন ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে সেসব এখনো জানা সম্ভব হয়নি। এসব বাজিকরদের একটি একটি জুয়ার আড্ডা থেকে এই বাজিকরদের গ্রেপ্তার করা হয়।
তাদের সাথে বিপুল পরিমাণ অর্থ ছিল। পুলিশ জানায় তাদের কাছ থেকে নগদ প্রায় দেড় কোটি রুপি, একটি গাড়ি, বেশ কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে।