ওয়ানডে র্যাঙ্কিয়ে বাংলাদেশের অবস্থান পাঁচে
- স্পোর্টস ডেস্ক
এই প্রথমবারের মতো ওয়ানডে র্যাঙ্কিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল সাত নম্বর। সেখানে থেকে দুই ধাপ এগিয়ে র্যাঙ্কিয়ে এই অবস্থানে উঠে এলো টাইগাররা। এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আইসিসির সভা থেকে ফিরে সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন খবরটি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ সালের বিশ্বকাপে বাছাই পর্বে খেলতে হবে না বাংলাদেশকে। ৫০ ওভারের এই বিশ্বকাপে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিয়ের শীর্ষে থাকা ৮টি দল সরাসরি অংশগ্রহণ করতে পারবে।
বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ১০১ এবং তা কিছুদিন আগেও ছিল ৯৭। নতুন র্যাঙ্কিং অনু্যায়ী শীর্ষ অবস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। অজিদের রেটিং পয়েন্ট ১২৮ এবং ১১৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নিউজিল্যান্ড। আর ১১৫ ও ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ভারত ও দক্ষিণ আফ্রিকা।