আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেটের ফাইনালে ড্যাফোডিল
- স্পোর্টস ডেস্ক
এইচ জে জাদবি ১০০ বল আন্তঃ বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ইউনিভার্সিটি অব লিবারেল আটর্সকে ১১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ মিরপুর সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টসে জিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২২ রান করে। জবাবে ইউনিভার্সিটি অব লিবারেল আটর্স ১ বল বাকী থাকতেই সবকটি উইকেট হারিয়ে ১১১ রান করলে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১১ রানে জয়ী হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মোসাব্বেক হোসেন সান ৩৪ বল খেলে ৫০ রান করে ম্যান অব দি ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে। আগামী কাল অনুষ্ঠিতব্য ফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাইম ইউনিভার্সিটির মুখোমুখি হবে।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	