ফিফার ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফায় বড় ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জন কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জুরিখ থেকে ফিফার দুইজন ভাইস প্রেসিডেন্টকে গ্রেফতার করার পর বৃহস্পতিবার এ অভিযোগপত্র দেয় ওয়াশিংটনের বিচার বিভাগ। অভিযুক্তপত্রে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান রিকার্দো তেইজেইরার বিরুদ্ধে ২০০ মিলিয়ন ডলার ঘুষ ও আত্মসাতে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তদের মধ্যে পাঁচজনই ফিফার বর্তমান বা সাবেক নির্বাহী কমিটির সদস্য।
৯২ পাতার অভিযোগপত্রে ব্রাজিলের ফুটবলের প্রেসিডেন্ট মার্কো পেলো ডেল নেরোর বিরুদ্ধে অর্থ জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল লরেট্টা লিঞ্চ বলছেন, দুই দশকের বেশি সময় ধরে এই দুর্নীতিবাজ কর্মকর্তারা ফুটবল বিশ্বকে দুষিত করে তুলেছেন।
অন্য অভিযুক্তরা হলেন- দক্ষিণ আমেরিকা ফুটবল সংস্থার প্রেসিডেন্ট (কনকাফ) প্রেসিডেন্ট আলফ্রেডো হাউইত, পানামার সাবেক ফুটবল কর্মকর্তা আরিয়েল আলভারাদু, হন্ডুরাস ফুটবলের সাবেক সভাপতি রাফায়েল ক্যালিজাস, গুয়েতেমালার এফএ প্রধান ব্রায়ান জিমেনেজ ও দেশটির ফিফার নির্বাহী কমিটির সদস্য রাফায়েল সালগুয়েরো, গুয়েতেমালার এফএর মহাসচিব হেক্টর ট্রুজিলো, এল সালভাদরের সাবেক এফএ প্রেসিডেন্ট রেনাল্দো ভারকুয়েজ, কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার গভার্নিং বডি) প্রেসিডেন্ট হুয়ান অ্যাঞ্জেল নাপুত, পেরুর এফএর সাবেক প্রেসিডেন্ট ম্যানুয়েল বার্গা, বলিভিয়ার ফুটবল প্রেসিডেন্ট কার্লোস চ্যাভেজ, ইকুয়েডরের ফুটবল প্রেসিডেন্ট লুইস চিরিবোগা, কনেমবলের মহাসচিব এদুয়ারদো দেলুকা, কনেমবলের সাবেক মহাসবিচ জোস লুইস মেইনজার, বলিভিয়ার ফুটবল সংস্থার অডিটের প্রধান রোমার ওসুনা, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান রিকার্দো তেইজেইরা ও দেশটির ফুটবলের বর্তমান প্রেসিডেন্ট মার্কো পেলো ডেল নেরো।