রিয়ালের জয়ের দিনে বার্সার ড্র
স্পোর্টস ডেস্ক : লা লিগায় বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমা, গ্যারেথ বেল আর ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গেতাফেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল। দলের হয়ে দুটি গোল করেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। একটি করে গোল করেন বেল ও রোনালদো।
সান্তিয়াগো বার্নাব্যুতে খেলার মাত্র চতুর্থ মিনিটের মাথায় বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। পেপের ক্রস থেকে ভেসে আসা বলে ডান পায়ের দারুণ শটে প্রতিপক্ষের জালে বল জড়ান ফরাসি স্ট্রাইকার। প্রায় দুই মাস পর গোলের দেখা পেলেন ফরাসি এ তারকা। ম্যাচের ১৬তম মিনিটে আবারও গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন সেই বেনজেমা। ৩৫ মিনিটের মাথায় রোনালদোর অ্যাসিস্ট থেকে দলের তৃতীয় গোল করেন ওয়েলস তারকা বেল। এর তিন মিনিট পর টনি ক্রুসের সাহায্য নিয়ে দলের চতুর্থ গোলটি করেন রোনালদো। ম্যাচের প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল। এরপরে বিরতিতে যায় দুই দলই। বিরতির পর রিয়াল কোনো গোলের দেখা না পেলেও একমাত্র গোলের দেখা পায় গেতাফে। অতিথিদের হয়ে একমাত্র গোলটি করেন অ্যালেক্সিজ রুয়ানো। ৭০ মিনিটের মাথায় ব্যবধান কমায় গেতাফে। এ জয়ের ফলে ১৪ ম্যাচে রিয়ালের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ৩০ পয়েন্ট।
এদিকে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনাকে ১-১ গোলে রুখে দিয়েছে ভ্যালেন্সিয়া। লুইস সুয়ারেজের গোলে কাতালানরা এগিয়ে গেলেও শেষ দিকে সান্তি মিনার গোলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া। খেলার প্রথম থেকেই একক প্রাধান্য বিস্তার করে বার্সেলোনা। তবে লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেজ ভ্যালেন্সিয়ার জালে বল জড়াতে ব্যর্থ হন। বার্সার আক্রমণের চাপে বেশিরভাগ সময় ভ্যালেন্সিয়ার ১১ জন খেলোয়াড়ই ছিল নিজেদের সীমানায়। প্রথমার্ধে কোনো গোল না নিয়েই বিরতিতে যায় দু দল। বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে বার্সা। গোলেরও দেখা পায় কাতালানরা। খেলার ৫৯ মিনিটে মেসির সহায়তায় দলকে ১-০ গোলে এগিয়ে দেন উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ। এরপর ম্যাচে ৮৬ মিনিটে ভ্যালেন্সিয়া বার্সার জালে বল জড়িয়ে খেলায় ফিরে আসে। পাকো আলকাসার বাড়িয়ে দেয়া বলে মিনা জোরালো শট নিলে বার্সা গোলরক্ষক পরাস্ত হন। ফলে নির্ধারিত সময় শেষ হলে দুই দলকে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়।
এই ড্রয়ে বার্সেলোনা ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরেই রয়েছে। আর অ্যাতলেটিকো মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এছাড়া ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।