নিষিদ্ধ হলেন বেনজেমা
স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত নিষেধাজ্ঞাতেই গড়াল করিম বেনজেমার সেক্সটেপ কেলেঙ্কারি। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার বেনজেমাকে জাতীয় দলে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত রিয়াল ফরোয়ার্ডকে জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে না।
ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ২০১৬ ইউরো আসরে বেনজেমার খেলার বিষয়টি এতে সংশয়েই পড়ে গেল। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি লে গ্রায়েত জানান, ‘বেনজেমাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি এরকমই থাকলে সে ফ্রান্সের হয়ে মাঠে নামতে পারবে না। বেনজেমা অবশ্য সেক্সটেপ কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন। তবুও নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত ২৮ বছর বয়সী তারকাকে অপেক্ষার প্রহরই গুণতে হবে।
উল্লেখ্য, ফ্রান্স দলের ম্যাচ চলার সময় টিম হোটেলে থাকা অবস্থায় বেনজেমার জাতীয় দল সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনা একটি সেক্সটেপ বানিয়েছিলেন। পরে যেটি নিয়ে বেনজেমার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ওঠে। ফ্রান্স পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।