ইউরো ২০১৬-এর গ্রুপ নির্ধারণ
স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তথা ইউরো ২০১৬-এর আয়োজক ফ্রান্স। ২০১৬ সালের ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউরোর ১৫তম আসর। এবারই প্রথমবারের মতো ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট। ফ্রান্স স্বাগতিক দেশ হওয়ায় বাছাইপর্বে খেলতে হয়নি তাদের। কিন্তু বাকি ২৩টি আসনের জন্য ৫৩টি দেশকে লড়াই করতে হয়েছে। ইউরোর চূড়ান্তপর্বে স্থান পাওয়া ২৪টি দলের ড্র গতকাল (১২ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে। ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে।
জমকালো ড্র অনুষ্ঠানে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইউক্রেন, পোল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডকে। স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ রোমানিয়া, আলবেনিয়া ও সুইজারল্যান্ড। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের গ্রুপে রয়েছে চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও ক্রোয়েশিয়া। ইতালি তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেলজিয়াম, আয়ারল্যান্ড ও সুইডেনকে। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের গ্রুপে রয়েছে আইসল্যান্ড, অস্ট্রেলিয়া ও হাঙ্গেরি। ইংল্যান্ডের গ্রুপের অপর তিন প্রতিপক্ষ রাশিয়া, ওয়েলস ও স্লোভাকিয়া।
চলুন এবার দেখে নেওয়া যাক ইউরো ২০১৬-এর গ্রুপগুলো :
গ্রুপ দল
‘এ’ ফ্রান্স, রোমানিয়া, আলবেনিয়া ও সুইজারল্যান্ড।
‘বি’ ইংল্যান্ড, রাশিয়া, ওয়েলস ও স্লোভাকিয়া।
‘সি’ জার্মানি, ইউক্রেন, পোল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ড।
‘ডি’ স্পেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও ক্রোয়েশিয়া।
‘ই’ বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড ও সুইডেন।
‘এফ’ পর্তুগাল, আইসল্যান্ড, অস্ট্রিয়া ও হাঙ্গেরি।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ আলবেনিয়া।