চেলসির কোচ হতে চান না সাম্পাওলি
স্পোর্টস ডেস্ক : হোসে মরিনহোর বহিষ্কারের পর চেলসিতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন গাস হিডিঙ্ক। তবে গুঞ্জন চলছে স্টামফোর্ড ব্রিজে নাকি দীর্ঘমেয়াদে কোচ হিসেবে যেতে পারেন জর্জ সাম্পাওলি। জানুয়ারির দলবদলেই নাকি মরিনহোর যোগ্য উত্তরসূরি হিসাবে চিলির কোপা আমেরিকা জয়ী এই কোচকে চাইছে ব্লুজরা।
তবে চিলির দায়িত্ব ছেড়ে চেলসির দায়িত্ব নিতে আগ্রহী নন বলে জানিয়েছেন আর্জেন্টাইন এই কোচ। চেলসির কোচ হওয়ার আগ্রহ নেই জানিয়ে সাম্পাওলি বলেন, ‘চিলি’স ন্যাশনাল প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (এএনএফপি) প্রেসিডেন্ট নির্বাচনের ওপরই আমার ভবিষ্যত নির্ভর করছে। তবে আমার প্রধান লক্ষ্যই থাকবে চিলি টিমের সঙ্গে থাকা। যেসব ক্লাব আমার সঙ্গে যোগাযোগ করেছে সবাইকে আমি এ কথাই বলেছি।’
কোপা আমেরিকা শিরোপা জয়ের সুবাদে ফিফা বর্ষসেরা কোচের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন সাম্পাওলি। তার সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনেকেও নজরে রেখেছে ব্লুজরা।