বাংলাদেশের সান্ত্বনার জয়
স্পোর্টস ডেস্ক : সাফ সুজুকি কাপে নিজেদের শেষ ম্যাচে শাখাওয়াত রনির জোড়া গোলে ৩-০ গোলের বড় ব্যবধানে ভুটানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তান ও মালদ্বীপের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হওয়ার পর মামুনুলদের জন্য এ জয়টি এসেছে সান্ত্বনাস্বরূপ।
ভারতের ত্রিভানদ্রাম আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪ টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের ৮ মিনিটেই ডি বক্সের ভিতর থেকে হেড করে প্রথম গোলটি করে বাংলাদেশকে এগিয়ে দেন বর্মন। ১-০ গোলে পিছিয়ে গেলেও বেশ কয়েকটি শক্তিশালি আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করেছিল ভুটানও। কিন্তু খেলার ২১ মিনিটেই চিমি দোরজি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ভুটান। ফলে মাঠজুড়ে প্রাধান্য ছিল বাংলাদেশেরই। আর ২৪ ও ৬৭ মিনিটে জোড়া গোল করে ৩-০ ব্যবধানে বাংলাদেশের সহজ জয় নিশ্চিত করেন শাখাওয়াত রনি।
এর আগে গ্রুপ ‘বি’ তে অন্য দুই প্রতিপক্ষ আফগানিস্তানের কাছে ৪-০ ও মালদ্বীপের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে মামুনুলরা। ফলে গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হয়েছে মারুফুল হকের দলে। তবে নিয়মরক্ষার শেষ ম্যাচে জয় পেয়ে সান্তনা নিয়ে বাংলাদেশ মাঠ ছাড়লেও তিন ম্যাচেই হেরেছে ভুটান।