চেকের নতুন রেকর্ড
স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে সাউথ্যাম্পটনের কাছে ৪-০ গোলে বিধস্ত হয়েছিল তার দল। তবে সোমবার বোর্নমাউথের বিপক্ষে গোলবার অক্ষতই রাখলেন আর্সেনালের গোলরক্ষক পিওতর চেক। বোর্নমাউথের বিপক্ষে আর্সেনালের ২-০ গোলে জয়ের পর অনন্য এক রেকর্ডও গড়েছেন চেক রিপাবলিকের এই গোলরক্ষক। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ‘ক্লিনশিটে’র রেকর্ড যে এখন তারই।
প্রিমিয়ার লিগে এর আগে সবচেয়ে বেশি ‘ক্লিনশিটের’ রেকর্ডটি ছিল পাঁচটি ক্লাবের হয়ে খেলা ডেভিড জেমসের। লিভারপুল, অ্যাস্টন ভিলা, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও পোর্টসমাউথের হয়ে ৫৭২ ম্যাচের ১৬৯টিতে গোল না খেয়ে কাটিয়েছিলেন তিনি। আর চেক চেলসি ও আর্সেনালের হয়ে ৩৫২ ম্যাচের ১৭০টিতে গোল না খেয়ে কাটিয়ে জেসমের রেকর্ড ভেঙে সেখানে নিজের নাম লেখালেন।
ম্যাচ শেষে নিজের রেকর্ড নিয়ে ‘স্কাই স্পোর্টস’কে চেক বলেন, ‘এটা অসাধারণ ব্যক্তিগত অর্জন এবং আমি সত্যিই অনেক গর্বিত। কারণ আপনি যদি ক্লিনশিটের তালিকায় তাকান তাহলে অসাধারণ সব গোলরক্ষকের পাশে আমার নামটাই সবার ওপরে দেখবেন, যা অসাধারণ ব্যক্তিগত অর্জন।’