জয়ে বছর শেষ রিয়াল এবং বার্সার
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ। ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচটিতে রিয়ালের হয়ে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্য গোলটি করেছেন লুকাস ভ্যাকুয়েস। আর সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রুমা।
বিরতির ঠিক তিন মিনিট আগে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। কিন্তু বিরতি থেকে ফিরে এসেই ব্রুমার গোলে সমতায় ফেরে অতিথিরা। এরপর আবারো রোনালদো ম্যাজিক। কর্নার কিক থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের ভেতর থেকে অসাধারণ এক ভলিতে গোল করে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি। আর সোসিয়েদাদের জালে তৃতীয়বারের মতো বল পাঠিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন লুকাস ভ্যাকুয়েস। তাতেই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রাফায়েল বেনিতেজের দল।
অন্যদিকে, রিয়াল বেটিসকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে বছর শেষ করেছে বার্সেলোনাও। লুইস সুয়ারেজ করেছেন জোড়া গোল, আর লিওনেল মেসি পেয়েছেন একটি গোল। অপর গোলটি আত্মঘাতী। ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার দারুণ এক সুযোগ ছিল নেইমারের সামনে। কিন্তু বারে লেগে বল ফেরত আসলে গোলবঞ্চিত হন ব্রাজিলের এই তারকা। তবে প্রতিপক্ষ দলের জার্মান ডিফেন্ডার হেইকো ওয়েস্টারম্যানের পায়ে লেগে বল জড়িয়ে যায় নিজেদের জালে। তাতেই ১-০তে এগিয়ে যায় বার্সা। এরপর ৩৩তম মিনিটে মেসির গোলে ব্যবধানটা ২-০ করে লুইস এনরিকের দল। বিরতি থেকে ফিরে এসে ৪৬তম মিনিটেই গোলের দেখা পান বার্সার উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ। আর এতে ব্যবধান বেড়ে হয় ৩-০। নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। তাতেই ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।
এ জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। ১৭ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট সমান ৩৮, তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ডিয়েগো সিমিওনের দল। আর ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে তৃতীয় স্থানে।