বর্ষসেরা সানচেজ

বর্ষসেরা সানচেজ

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় বারের মতো রিভার প্লেটের কোনো খেলোয়াড় সাউথ আমেরিকান ফুটবলের বর্ষসেরার পুরস্কার জিতেছেন। এবার এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন উরুগুয়ের তারকা মিডফিল্ডার কার্লোস সানচেজ। বর্ষসেরা হওয়ার দৌড়ে আর্জেন্টাইন সুপারস্টার কার্লোস তেভেজকে পেছনে ফেলেছেন তিনি। সাউথ আমেরিকান ফুটবলের ক্রীড়া সাংবাদিকদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হন সানচেজ। ১৮২ ভোটের ১২১টিই নিজের দখলে নেন তিনি। ১৯৮৬ সাল থেকে সাউথ আমেরিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি উরুগুয়ান সংবাদপ্রত্র ‘ইআই পেইজ’ প্রদান করে আসছে। গতবার এই পুরস্কারটি জেতেন কলম্বিয়ান ফুটবলার তিও গুইতারেজ।

 ক্লাব ও দেশের জার্সিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু অবদানের জন্য এবার এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে কার্লোস সানচেজ। ৩১ বছর বয়সী সানচেজ রিভারপ্লেটের হয়ে গত মৌসুমে জিতেছেন কোপা লিবারতাডোরেস শিরোপা। এছাড়াও তার দারুণ পারফর্মে রিকোপা সুদামেরিকানা, সুরুগা ব্যাংক চ্যাম্পিয়নশিপ জিতেছে আর্জেন্টাইন ক্লাবটি। আর্জেন্টাইন তারকা কার্লাস তেভেজ ২০০৩ ও ২০০৫ সালে এই পুরস্কারটি জেতেন।favicon5

Sharing is caring!

Leave a Comment