সাফ চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে সেই চেনা দাপট থাকল ভারতের। অবশেষে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করল তারা। রোববারের ফাইনালে আফগানদের ২-১ গোলে হারিয়ে সপ্তমবারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবলের ‘বিশ্বকাপ’ জিতল ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে বেশিবার শিরোপা ঘরে তুলেছে তারাই।
কেরালার ত্রিবান্দারাম স্টেডিয়ামে প্রথমার্ধ গোলশূন্য থাকে দুই দলই। তবে বিরতির পরে বেশি আক্রমণাত্বক হয়ে ওঠে ভারতীয় ফুটবলাররা। ৭০তম মিনিটে জুবায়ের আমিরি আফগানিস্তানের হয়ে প্রথম গোল করেন। ডি বক্সের ভেতরে অরক্ষিত অবস্থায় থাকা আমিরির পাস থেকে দারুণ এক ফিনিশিংয়ে স্বাগতিক গোলরক্ষককে পরাস্ত করে গোল আদায় করে নেন তিনি। কিন্তু মাত্র ২ মিনিট পরেই নারজারির ক্রস থেকে হেড নেন সুনীল ছেত্রী। সাঈদ হাসেমি এগিয়ে এগিয়ে এসে বল বিপদমুক্ত করার আগেই পেছন থেকে এগিয়ে এসে বলে পা ছুঁয়ে জালে জড়ান জেজে। আবারও খেলায় সমতা ফিরে আসে। নির্ধারিত সময় শেষে কোনো দলই এগিয়ে না থাকায় খেলা গড়ায় অতিরিক্ত মিনিটে। অতিরিক্ত সময়ের ১৬তম মিনিটে ভারতের হয়ে জয়সূচক গোল করেন সুনিল ছেত্রী। ১০১তম মিনিটে ফ্রি-কিক থেকে দর্শনীয় এক গোল করেন তিনি।
এবারের সাফে বাংলাদেশও শিরোপা পুনরুদ্ধারের মিশনে নেমেছিল। কিন্তু প্রথম দুই ম্যাচ হেরে সেই স্বপ্ন ভাঙে মামুনুলুলের দলের। ব্যার্থতা সঙ্গে নিয়েই দেশে ফেরে দল। তাইতো ২০১৭ সাফ চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। আগামী বছর নিজেদের মাঠে খেলতে নামবে লাল-সবুজরা।