বড় জয় পেল বার্সা
স্পোর্টস ডেস্ক : কোপা ডেল রের শেষ ষোলোর প্রথম লেগে এসপানিওলনের বিপক্ষে বড় জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার নিজেদের মাঠে ৪-১ গোলে জয়ী হয়েছে মেসি-নেইমার-সুয়ারেজরা। এদিন বার্সার হয়ে দুই গোল করেন তারকা স্ট্রাইকার নিওনেল মেসি। বাকি দুই গোলের একটি নেইমার অন্যটি করেন জেরার্ড পিকে। এসপানিওলের হয়ে গোলটি করেন ফিলিপ কাইকেদো।
বুধবার খেলার শুরুতে বার্সা শিবিরে একটুর জন্য হলেও ভয় ধরিয়ে দেয় এসপানিওল। ম্যাচের ৯ মিনিটেই বার্সার জালে বল জড়িয়ে আনন্দে মাতে দলটি। মাঝমাঠের অনেকটা ওপরে দানি আলভেজের কাছ থেকে বল কেড়ে নিয়ে মিডফিল্ডার মার্কো আসেনসিও দুর্দান্ত গতিতে বল নিয়ে বার্সার ডি বক্সে ঢুকে কাইকেদোকে পাস বাড়ান। দারুণ ফিনিশিংয়ে বার্সা গোলরক্ষক মার্ক টার স্টেগানকে পরাস্ত করেন ইকুয়েডরের এই স্ট্রাইকার।
ম্যাচে ফিরতেও তেম একটা সময় নেয়নি বার্সা। কাতালানদের সমতায় ফেরান মেসি। লুইস সুয়ারেজ ও নেইমারের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে ম্যাচে ফেরান এই ফুটবল জাদুকর।
এরপর খেলায় একক প্রাধান্য বিস্তার করে কাতালানরা। বিরতির কয়েক মিনিট আগে দুর্দান্ত এক ফ্রি-কিকে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে বার্সাকে ২-১ গোলে এগিয়ে নেন সেই মেসি। ন্যু-ক্যাম্পে ২৪১তম ম্যাচে এটি মেসির ২৪১তম গোল। এরপর ২-১ এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর আবারো গোলের নেশায় মরিয়া হয়ে খেলতে থাকে বার্সেলোনা। এর ফল পায় ম্যাচের ৪৯তম মিনিটে। মেসির বুদ্ধিদীপ্ত পাস ধরে দলকে ৩-১ এ এগিয়ে দেন জেরার্ড পিকে। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে এসপানিওলের জালে শেষ গোল করেন নেইমার। এরফলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।