চেলসি ও সিটির ড্র
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি জায়ান্ট ক্লাবের বর্তমানে বাজে সময় কাটলেও ম্যানচেস্টার সিটি বেশ ভালো অবস্থানেই ছিল। চলতি মৌসুমে আর্সেনালের পাশাপাশি তারাও শিরোপার দাবিদার। কিন্তু বুধবারের ম্যাচে ঘরের মাঠে এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করে শিরোপা জয়ের দৌড়ে কিছুটা পেছনেই পড়ে গেল সিটিজেনরা।
ইতিহাদ স্টেডিয়ামে বুধবার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ম্যান সিটি। তবে পুরো নব্বই মিনিটে একবারের জন্যও প্রতিপক্ষের দুর্গে চূড়ান্ত আঘাত হানতে পারেনি তারা।দিনের অপর ম্যাচে নতুন বছরে নিজেদের বাজে অবস্থা থেকে কিছুটা বেরিয়ে আসা চেলসি ওয়েস্ট ব্রমের সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরুতেই এগিয়ে যায় ব্লুজরা। ২০তম মিনিটে সার্বিয়ান তারকা ব্রানিস্লাভ ইভানোভিকের ডি বক্স বরাবর ক্রস করেন। স্বাগতিকদের হয়ে ফিনিশিংয়ের দায়িত্বটা ভালোভাবেই পালন করেন সিজার অ্যাপিলিকুয়েটা। তবে মধ্য বিরতির বাঁশি বাজার আগেই গো শোধ করে ওয়েস্ট ব্রম। ৩৩তম মিনিটে বদলি খেলোয়াড় ক্রেইগ গার্ডনার দূর থেকে করা শক্তিশালী শটে অতিথিদের সমতায় ফেরান।
বিরতির পর ৭৩তম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় গাস হিডিঙ্কের দল। ফলে জয় দিয়েই মাঠ ছাড়ার চিন্তা করছিল চলতি বছর দুই জয় পাওয়া চেলসি। কিন্তু হোঁচটটা খেতেই হলো তাদের। ম্যাচের ৮৬ মিনিটে চেলসির ডিফেন্ডারদের ব্যর্থতার সুযোগে দারুণ ফিনিশিংয়ের মাধ্যমে ওয়েস্টব্রমের হয়ে গোল করেন জেমস ম্যাকক্লিন। ম্যাচের বাকি সমটা নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া এবং ব্যর্থ কিছু আক্রমণ দিয়েই কেটে যায়।
বুধবারের ড্র নিয়ে ২১ ম্যাচ শেষে ম্যানচেস্টার সিটি ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানেই রয়েছে। অন্যদিকে সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে রয়েছে চেলসি।