বড় জয় পেল রিয়াল
স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নেওয়ার পর দুটি ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন জিনেদিন জিদান। দুটি ম্যাচেই তার শিষ্যরা তাকে পাঁচবার করে উল্লাসের উপলক্ষ্য এনে দিয়েছে। জিদানের কোচ হিসেবে অভিষেকের ম্যাচে দেপোর্টিভো লা করুনিয়ার বিপক্ষে রিয়াল জয় পায় ৫-০ গোলে। রোববার রাতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে তার শিষ্যরা। এবারও প্রতিপক্ষের জালে ৫ বার বল জড়িয়েছে বিবিসি খ্যাত বেনজেমা, বেল ও রোনালদো।
রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে স্পোর্টিং গিজনের বিপক্ষে মাঠে নামে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৭ থেকে ৪১ মিনিটের মধ্যে বেল, বেনজেমা ও রোনালদো ৫বার গিজনের জালে বল জড়ান। ম্যাচের ৭ মিনিটে গোল উৎসবের সূচনাটা করেন বেল (১-০)। তার গোলের ২ মিনিটের মাথায় ক্রিস্টিয়ানো রোনালদোও গিজনের জাল কাঁপান (২-০)। ১২ মিনিটে করিম বেনজেমাও গোলের দেখা পান (৩-০)। ১৮ মিনিটে রোনালদো তার জোড়া গোল পূর্ণ করেন (৪-০)। আর ৪১ মিনিটে বেনজেমাও পূর্ণ করেন তার জোড়া গোল। ফলে ৫-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় জিনেদিন জিদানের শিষ্যরা। অবশ্য বিরতির পর তারা কোনো গোলের দেখা পায়নি। উল্টো ৬৩ মিনিটে গিজনের ইজমা লোপেজ একটি গোল শোধ দেন।
এ জয়ের ফলে ২০ ম্যাচ থেকে ৪৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। ১৯ ম্যাচ থেকে ৪৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ১৯ ম্যাচ থেকে ৪২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।