ফাইনাল খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে খেলা হচ্ছে না বাংলাদেশের। প্রথম সেমিফাইনালে বাহরাইনের বিপক্ষে ০-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন মামুনুলরা।
সোমবার ম্যাচের শুরু থেকে দারুণ খেলতে থাকে বাংলাদেশ। ২৪ মিনিটে গোল পেয়েও যেত মামুনুল বাহিনী। ডান প্রান্ত দিয়ে বাহরাইনের খেলোয়াড়দের ফাঁকি দিয়ে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস বল নিলেও দুই ফরোয়ার্ড সাখাওয়াত হোসেন রনি এবং মিথুন চৌধুরীর ব্যর্থতায় গোল করতে ব্যর্থ হন। এরপর আবারো ৩০তম মিনিটে আরেকটি গোল করার সম্ভাবনা জাগিয়ে তুলেছিল লাল-সবুজরা। লম্বা থ্রো থেকে বাহরাইনের ডি-বক্সে বল দেন ইয়ামিন। সেই বলে বাংলাদেশের কোন খেলোয়াড় হেড দেওয়ার আগেই বল চলে যায় মাঠের বাইরে। কিন্তু ম্যাচের ৪১ মিনিটে বাহরাইন উল্টো বাংলাদেশ রক্ষণে আক্রমণ করে। এ যাত্রায় প্রতিপক্ষ ফরোয়ার্ড আনোয়ার আলীর দারুণ একটি শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক শহিদুল আলম।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে বসে বাহরাইন। বাংলাদেশের গোলবারের বাঁ-প্রান্ত দিয়ে উঠে আসা বল স্বাগতিক গোলরক্ষকে ফাঁকি দিয়ে বলে হেড করেন বাহরাইনের আলহুজি। তাতেই বাংলাদেশের জালে বল জড়িয়ে যায়। সফরকারীরা এগিয়ে যায় ১-০ গোল ব্যবধানে। এরপরেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর গোলের জন্য মরিয়া হযে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৪৮ মিনিটে মামুনুলের বাড়ানো বল প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে পেয়ে সাখাওয়াত হোসেন রনি হেড করলে তা বারে লেগে ফিরে আসে। ভাগ্য ভালো হলে তাতেই গোল পেত স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে। ম্যাচের ৮১ মিনিটে গোল করার সুবর্ন সুযোগটি পায় মারুফুল হকের শিষ্যরা। কিন্তু এবারো সেই সাখাওয়াত রনি গোল করতে ব্যর্থ হন। বাহরাইনের ডি বক্সে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি এই স্ট্রাইকার। এরপর বাকি সময়ে কোন দলই আর গোলের দেখা না পেলে বাংরাদেশকে ০-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়। আর এই হারে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে উঠার স্বপ্ন শেষ হয়ে গেল মারুফুল হকের শিষ্যদের।