ছিটকে পড়লেন ইনিয়েস্তা
- স্পোর্টস ডেস্ক
ইনজুরির কারণে ভিয়ারিয়ালের বিপক্ষে খেলতে পারছেন না আন্দ্রেস ইনিয়েস্তা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। তবে বার্সেলোনা সমর্থকদের উদ্বেগের কোনো কারণ নেই। গুরুতর কোনো ইনজুরি নয়, খানিকটা ফিটনেস সমস্যায় ভুগছেন বার্সা অধিনায়ক।
লা লিগায় রোববার (২০ মার্চ) স্বাগতিক ভিয়ারিয়ালের মুখোমুখি হবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকা বার্সা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে পয়েন্ট টেবিলে কাতালানদের লিড বেড়ে ঠেকবে ১১-তে। ২৯ ম্যাচ শেষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংগ্রহ ৭৫। এক ম্যাচ বেশি খেলা অ্যাতলেতিকো মাদ্রিদ ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
ছোটখাট ফিটনেস সমস্যা হলেও ইনিয়েস্তাকে ১৮ সদেস্যের স্কোয়াডে রাখেননি কোচ লুইস এনরিক। মূলত, দলের মাঝমাঠের সেরা তারকাকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চাচ্ছেন না বার্সা কোচ।
এক সাক্ষাৎকারে এনরিক বলেন, ‘ইনিয়েস্তা কিছুটা অস্বস্তিতে ভুগছে। আমরা তাকে নিয়ে ঝুঁকি নিব না। তার ইনজুরিটা অতটা গুরুতরও নয়। কিন্তু, ট্রেনিংয়ে সে কেমন বোধ করবে সেটিই আমরা দেখব।’