রিয়ালের প্রতিশোধের জয়
- স্পোর্টস ডেস্ক
গত এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। আর সেই ম্যাচটি ছিল রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। তবে লা লিগায় মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে বার্সাকে হারিয়ে প্রতিশোধ নিল রিয়াল।
এদিন করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। রিয়ালের রামোস লাল কার্ড পাওয়ায় তাদের খেলতে হয়েছে ১০ জন নিয়ে। যদি তবে গ্যারেথ বেলের দারুণ গোলটি বাতিল না করলে জয়ের ব্যবধানটা ৩-১ হত। এই জয়ের মধ্য দিয়ে বার্সেলোনার ৩৯ ম্যাচে অপরাজিত ধারাবাহিকতা ভাঙল এবং রিয়ালের সঙ্গে বার্সেলোনার পয়েন্ট ব্যবধানও কমে এল।
এখন পর্যন্ত ৩০ ম্যাচ থেকে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৩০ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ এবং ৩১ ম্যাচ থেকে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।