রিয়ালের হতাশার হার
- স্পোর্টস ডেস্ক
বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে ভলফস্বুর্গের মাঠে ২-০ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল। তাই রিয়ালকে সেমি নিশ্চিত করত হলে ফিরতি লেগের ম্যাচে আগামী মঙ্গলবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কমপক্ষে ৩ গোলের ব্যবধানে জয় পেতে হবে।
ম্যাচ শুরুর ১৮ মিনিটেই নিজেদের ভুলে প্যানাল্টি থেকে গোল হজম করতে হয়েছে রিয়ালকে। আন্দ্রে শুরলেকে ডি-বক্সে রিয়ালের মিডফিল্ডার কাসিমারো ফেলে দিলে প্যানাল্টির বাঁশি বাজান রেফারি। আর এই সুযোগ বেশ ভালোভাবে কাজ লাগায় স্বাগতিকরা। এর ঠিক ৭ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন স্বাগতিকরা। বুনো হেনরিকের পাস থেকে বল পেয়ে জার্মান মিডফিল্ডার ম্যাক্সমিলিয়ান আর্নোল্ড সহজেই লক্ষ্যভেদ করেন।
ম্যাচের ৪০ মিনিটে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমাকে। যা ছিল রিয়ালের জন্য আরও একটি দুঃসংবাদ। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে দু’দলের খেলার মধ্যে তেমন প্রাণ ছিল না। কোনো দলই গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। অবশ্য ৭৩ মিনিটে রোনালদো একটি গোলের সুযোগ পান। তবে স্বাগতিকদের গোলরক্ষক দারুণ দক্ষতায় তার শটটি ঠেকিয়ে দেন।
শেষ পর্যন্ত আর কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে স্বাগতিকদের মাঠ থেকে পরাজয়ের শিকার হয়েই ফিরতে হয়েছে জিদানের দলকে।