গেটাফকে উড়িয়ে দিল রিয়াল
- স্পোর্টস ডেস্ক
নিজেদের জয়ের ধারা অব্যহত রেখেছে রিয়াল। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় গেটাফের ঘরের মাঠে ৫-১ ব্যবধানের জয় তুলে নেয় জিনেদিন জিদানের শিষ্যরা।
গেটাফের মাঠে ম্যাচের ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পান বেনজেমা। ইসকোর বাড়িয়ে দেওয়া বলের সঙ্গে এগিয়ে গিয়ে জালে জড়ান তিনি। ৪০ মিনিটে ইসকোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে খেলার প্রথমার্ধ শেষ করে রিয়াল।
বিরতির পর রিয়ালকে এগিয়ে দেয় বেল। ম্যাচের ৫০ মিনিটে বেলের গোলে ৩-০ তে এগিয়ে যায় রিয়াল। এরপর ৮৩ মিনিটে একটি গোল পরিশোধ করে গেটাফ। কিন্তু আর ম্যাচে ফিরতে পারেনি তারা। গেটাফের হয়ে গোলটি করেন পাবলো সারাবিয়া (৩-১)। ৮৮ মিনিটে রিয়ালের হয়ে হামেস রদ্রিগেজ গোল করলে রিয়াল লিড নেয় ৪-১ গোলে। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলের দেখা পান রিয়ালের সবচেয়ে বড় তারকা রোনালদো। আর তার গোলের মাধ্যমে ৫-১ গোলের বড় জয় পায় রিয়াল।
এ জয়ের ফলে পয়েন্ট তালিকায় বার্সেলোনার বেশ কাছাকাছি চলে এসেছে রিয়াল। ৩৩ ম্যাচ থেকে ৭৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে তারা। তবে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। আর ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।