আবারো হারলো বার্সালোনা
- স্পোর্টস ডেস্ক
রবিবার রাতে মাঠ ন্যূ ক্যাম্পে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে বার্সেলোনার। এ ম্যাচে হার নিয়ে টানা তিনটি ম্যাচে হারলো লুইস এনরিকের শিষ্যরা। এখন সঙ্গে লা লিগার শিরোপা ধরে রাখাটাও অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে গতবারের চ্যাম্পিয়নদের।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন ‘এমএসএন খ্যাত লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। তবে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক দিয়েগো আলভেসকে ফাকি দিতে পারেনি তারা। দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বার্সার সব আক্রমণ। তবে ২৬ মিনিটে ইভান রাকিতিচের আত্মঘাতী গোলের সুবাদে খেলার লিড নেয় ভ্যালেন্সিয়া। এরপর আক্রমণের ধার বাড়ায় বার্সা। তবে তাতেও তেমন সুবিধা করতে পারেনি বার্সা বরং প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যালেন্সিয়ার। ফলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে জর্দি আলবার ক্রসে গোল পান মেসি। তবে তিনি দলকে জেতাতে পারেননি। আর এর ফলে নিজেদের মাঠ থেকে ২-১ ব্যবধানে হারতে হয়েছে বার্সাকে।