৫০০-তম জয় পেল আর্সেনাল
- স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে ওয়েস্টব্রোমের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে ৩৪ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে আর্সেনাল।
তবে এই জয়টা আর্সেনালের জন্য অন্য একটি দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটা আর্সেনালের জন্য ৫০০ তম জয় ছিল। যা ক্লাবটির জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
আর্সেনালের বর্তমান কোচ ওয়েঙ্গার। যার হতে ধরেই দলটি ৫০০ জয়ের ৪৩২টি জয় পেয়েছে। ১৯৯৬ সাল থেকে ওয়েঙ্গার সফলতার সঙ্গে ক্লাবটির কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে তার অধীনে ১৩১ ম্যাচে হার মেনেছে আর্সেনাল এবং ড্র করেছে ১৮৫ ম্যাচে। ![]()
