আজ মুখোমুখি রিয়াল-ম্যানসিটি
- স্পোর্টস ডেস্ক
আজ (২৬ এপ্রিল) রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ‘অভিজ্ঞ’ রিয়াল মাদ্রিদের মুখোমুকি হচ্ছে অপেক্ষাকৃত ‘দুর্বল’ ম্যানসিটি। খেলা হবে ইতিহাদ স্টেডিয়ামে।
এ মৌসুমের শুরু থেকেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে হচ্ছিল রিয়াল মাদ্রিদকে। অনেক পিছিয়ে পড়ায় দুই মাস আগেও স্প্যানিশ লা লিগার শিরোপার আশা ছেড়ে দিয়েছিলেন রিয়ালের কোচ জিনেদিন জিদান। তবে দুঃসময়কে পেছনে ফেলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে জিদানের শিষ্যরা। মার্চের শুরু থেকে টানা ৯ ম্যাচ জিতে বাঁচিয়ে রেখেছে শিরোপা ফিরে পাওয়ার আশা। লিগের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। আর চ্যাম্পিয়নস লিগে চলে গেছে শেষ চারে।
অবস্থার এতটা উন্নতিতে জিদান অভিভূত। আজকের ম্যাচ নিয়ে রিয়ালের তারকা কোচের অভিমত, ‘আমরা এখন ফাইনালের পথে। আমরা জানি যে কাজটা খুব কঠিন। তবে আমরা সবকিছুর জন্য প্রস্তুত। আপাতত ৯০ মিনিটের দিকে আমাদের সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। আগামী সপ্তাহে মাদ্রিদে ফিরতি লেগ। আমাদের তাই এখন মঙ্গলবারের ম্যাচের দিকে লক্ষ্য স্থির রাখতে হবে।’
রিয়ালের ঠিক বিপরীত অবস্থা ম্যানসিটির। উরুর চোটের কারণে আজ খেলতে পারছেন না স্বাগতিকদের অভিজ্ঞ মিডফিল্ডার ইয়াইয়া তুরে। একে তো তুরে নেই, তার ওপরে চ্যাম্পিয়নস লিগে ১৬টিসহ মৌসুমে ৪৭ গোল করা রোনালদোর প্রত্যাবর্তন। ঘরের মাঠে খেলা হলেও ম্যানসিটি তাই কিছুটা হলেও চাপের মুখে।