অনুশীলনে রোনালদো
- স্পোর্টস ডেস্ক
ইনজুরির দল থেকে ছিটকে পড়েন রোনালদো। আর এ কারণে টানা তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলার সম্ভাবনা আছে তার। আর এজন্য দলের সাথে অনুশীলনে ফিরেছেন এই পর্তুগিজ তারকা। তাই কোচ জিদানও আশাবাদী রোনালদোকে নিয়ে।
আরেক তারকা ফরোয়ার্ড করিম বেনজেমাও আছেন ইনজুরির কবলে। তবে দুজনকেই নিয়ে আশাবাদী জিদান। রিয়াল কোচ বলেছেন,‘চিকিৎসক দলের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। বুধবারের ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু এই ম্যাচ নিয়েই ভাবছি। এখনো কিছুদিন সময় আছে। আশা করছি, গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগেই ইনজুরিতে থাকা খেলোয়াড়রা সুস্থ হয়ে উঠতে পারবে।’
এদিকে চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড গড়ার সুযোগ আছে রোনালদোর সামনে। সেজন্য অবশ্য তাকে আরো দুটি গোল করতে হবে। আগের রেকর্ডটিও তার নিজের দখলে। এক মৌসুমে ১৭টি গোল করার রেকর্ড। সেবার ২০১৩-১৪ মৌসুমে রিয়াল মাদ্রিদকে শিরোপা জেতানোর পথে এই রেকর্ড গড়েছিলেন তিনি। আর এবার লিগে ১০ ম্যাচে রোনালদো করেছেন ১৬টি গোল।