মেসির নতুন ইতিহাস
- স্পোর্টস ডেস্ক
ক্যারিয়ারজুড়ে রেকর্ড ভাঙাগড়ার খেলায় মত্ত লিওনেল মেসি। দেপোর্তিভো লা করুনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে লা লিগা চ্যাম্পিয়ন করেছেন তিনি। এ পথে রচনা করেছেন আরেকটি নতুন ইতিহাস।
লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে সাত মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার কীর্তি গড়েছেন এ ছোট ম্যাজিসিয়ান।
রোববার রাতে দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে আতিথ্য নেয় বার্সা। এদিন স্বরূপে আবির্ভূত হন মেসি। তাকে জোরালো সমর্থন দেন লুইস সুয়ারেজ। তিনটি গোলই করেন বন্ধুর সহায়তায়। এর মধ্যে দ্বিতীয় গোলটি করে অনন্য কীর্তিটি গড়েন আর্জেন্টাইন সুপারস্টার।
২০০৯-১০ মৌসুমে স্পেনসেরা লিগে প্রথমবার ৩০ গোল করেন মেসি। এর পর টানা তিন মৌসুম সেই সাফল্যধারা অব্যাহত থাকে। এর মধ্যে ২০১১-১২ মৌসুমে লিগে ৫০ গোলের অবিশ্বাস্য কীর্তি গড়েন। পরের মৌসুমে নিশানাভেদ করেন ৪৬ বার।
অবশ্য মাঝে ২০১৩-১৪ মৌসুমে লা লিগায় ৩০ গোলের মাইলফলক ছুঁতে পারেননি মেসি। পরের মৌসুমে ৪৩ বার বল প্রতিপক্ষের জালে জড়ান তিনি। আর গেলবার লিগে প্রতিপক্ষের গোলমুখ খোলেন ৩৭ বার।
মেসির অনন্য হ্যাটট্রিকে দেপোর্তিভো লা করুনিয়াকে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। তাদের ৪-২ গোলে হারিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করলেন স্প্যানিশ জায়ান্টরা।
এ নিয়ে চলতি মৌসুমে কোপা ডেল রের পর স্পেনসেরা টুর্নামেন্টের শিরোপা দখল নিল বার্সা। সব মিলিয়ে ২৫ বার লা লিগা শিরোপা জিতলেন কাতালানরা।