হোয়াইটওয়াশ হলো শচীনের দল
স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন পর সেই পুরোনো বিধ্বংসী চেহারায় দেখা গিয়েছিল ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে। অল-স্টার্স ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে খেলেছিলেন ২৭ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস। ব্যাটে ঝড় তুলেছিলেন মাহেলা জয়াবর্ধনে, সৌরভ গাঙ্গুলীও। প্রথমে ব্যাটিং করে শচীনের দল জমা করেছিল ২১৯ রান। কিন্তু তা সত্ত্বেও জয়ের দেখা পায়নি শচীন ব্লাস্টার্স। ওয়ার্নের দলের কাছে টানা তৃতীয় ম্যাচ হেরে পড়েছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জায়। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে ওয়ার্নস ওয়ারিয়র্স।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তুলেছিলেন শচীন ও বীরেন্দর শেবাগ। ২৩ বল খেলে উদ্বোধনী জুটিতে জমা করেছিলেন ৫৫ রান। ১৫ বলে ২৭ রান করে কোর্টনি ওয়ালসের শিকার হয়ে ফিরে যান শেবাগ। তাতে অবশ্য কমানো যায়নি শচীনদের রান সংগ্রহের গতি। ছয়টি ছয় ও দুটি চার মেরে ২৭ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দশম ওভারে ফিরে যান শচীন। ততক্ষণে স্কোরবোর্ডে জমা হয়ে গেছে ১২৯ রান। ১২তম ওভারে জয়াবর্ধনে আউট হন ১৮ বলে ৪১ রানের ইনিংস খেলে। শেষ পর্যায়ে গাঙ্গুলীর ৩৭ বলে ৫০ ও কার্ল হুপারের ২২ বলে ৩৩ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ২১৯ রান জমা করে শচীন ব্লাস্টার্স।
২২০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওয়ার্নের দলের শুরুটা ভালো হয়নি। প্রথম বলেই কার্টলি অ্যামব্রোসের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান মাইকেল ভন। ছয় ওভারের মধ্যে ৫২ রান জমা করতেই সাজঘরে ফেরেন অ্যান্ড্রু সাইমন্ডস (৩১) ও ম্যাথু হেইডেন (১২)। তবে তার পরও ওয়ার্ন ওয়ারিয়র্সের জয় এড়ায়নি কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিসের দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ের কারণে। এর আগের দুটি ম্যাচের মতো আবারো ব্যাট হাতে ঝড় তোলেন তাঁরা। সাঙ্গাকারা খেলেন ২১ বলে ৪২ রানের লড়াকু ইনিংস। ক্যালিসের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৭ রান। আর ২৫ বলে ৪৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পন্টিং।