অবসর নিলেন মিশেল জনসন

অবসর নিলেন মিশেল জনসন

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার পেস তারকা মিশেল জনসন সব ধরনের আন্তর্জাতিক ও প্রথম শ্রেনীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি পার্থ টেস্টের পঞ্চম দিনে শেষবার বল হাতে দেখা যাবে ৩৪ বছর বয়সী এ ক্রিকেটারকে।

ইদানিং সময়টা ভালো যাচ্ছিল না জনসনের। ওয়াকায় বল হাতে পারফর্ম করতে পারেননি। এরপরই বিদায় বলে দিলেন। টেস্টের চতুর্থ দিন সন্ধ্যায় বিদায়ের চূড়ান্ত সিদ্ধান্তটি জানান জনসন।

বিদায়বেলায় জনসন বলেছেন, ‘যতদিন পেরেছি সেরাটা দিয়েছি। অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারাটা দারুণ ছিল। খুবই ভাগ্যবান ভাবছি নিজেকে। এটা অসাধারণ একটি ক্যারিয়ার। সব যাত্রারই একটা শেষ থাকে। সিদ্ধান্তটি কঠিন ছিল। পরিবার ও বন্ধুদের সাথে কথা বলেছি। সবাইকে ধন্যবাদ।’

জনসনের আন্তর্জাতিক অভিষেক ২০০৫ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওয়ানডেতে ১৫৩ ম্যাচে ২৩৯ উইকেট নিয়েছেন। ক্যারিয়ার সেরা ৩১ রানে ৬ উইকেট। ব্যাট হাতে সর্বোচ্চ অপরাজিত ৭৩ রানের ইনিংস আছে তার। আর টি-টুয়েন্টিতে ৩০ ম্যাচে ৩৮ উইকেট।

টেস্ট অভিষেক ব্রিসবেনে শ্রীলঙ্কার বিপক্ষে। তাতে এখন পর্যন্ত ৭৩ ম্যাচ ৩১১ উইকেট নিয়েছেন। ক্যারিয়ার সেরা ৬১ রানে ৮ উইকেট। ৫ উইকেট নিয়েছেন ১২ বার ও ১০ উইকেট ৩ বার। ব্যাট হাতে আছে একটি সেঞ্চুরিও, সাথে ১১ ফিফটি। সর্বোচ্চ অপরাজিত ১২৩ রান। favicon

Sharing is caring!

Leave a Comment