ভারত-পাকিস্তান সিরিজ শ্রীলঙ্কায়
স্পোর্টস ডেস্ক: ডিসেম্বরে ভারত-পাবিস্তান সিরিজের জন্য ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেই বেছে নিয়েছে তারা। দুবাইয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের প্রধানের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের দৈনিক পত্রিকা ডন জানিয়েছে, এই সিরিজের ভেন্যু নিয়ে আর কোনো ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দেরি হবে না।
গত কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতকে ‘হোম’ ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে এই সিরিজটি সেখানে হচ্ছে না। শেষ পর্যন্ত দুটি বিকল্প সামনে রেখেই এগোচ্ছিল আলোচনা—বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গতকাল দুই বোর্ড-প্রধানের সভায় মূল এজেন্ডা্ও ছিল সিরিজের ভেন্যু। তাতে ভোটটা গেল শ্রীলঙ্কারই ঘরে। শ্রীলঙ্কাতে সিরিজ হলেও পাকিস্তানের লাভ অবশ্য কম হচ্ছে না। ‘ডন’ জানিয়েছে, এই সিরিজ থেকে পাকিস্তানের আয় হবে প্রায় ৩ বিলিয়ন রুপি!
গত বছর ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এই স্মারক অনুযায়ী, আগামী ৮ বছরের মধ্যে দুই দেশের মধ্যে মোট ৬টি দ্বিপাক্ষিক সিরিজ হবে। তবে তাতে অবশ্যই দুই দেশের সরকারের অনুমতি লাগবে।
স্মারক অনুযায়ী ২ টেস্ট, ৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি নিয়ে সিরিজ হওয়ার কথা ছিল। তবে নাটকীয়তায় অনেক সময় পেরিয়ে যাওয়ায় এখন সম্ভবত শুধু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটই থাকবে ভারত-পাকিস্তান সিরিজে। তথ্যসূত্র: ডন।