চলে গেলেন ভারতীয় ক্রিকেট অভিভাবক ডালমিয়া
স্পোর্টস ডেস্ক: আইসিসির সাবেক সভাপতি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্ত্মান সভাপতি জগমোহন ডালমিয়া ২০ সেপ্টেম্বর, ২০১৫ রাতে কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
বাংলাদেশ ক্রিকেটের আকৃত্তিম বন্ধু ডালমিয়া এ বছরের মার্চে তৃতীয়বারের মতো ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হয়েছিলেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সংবাদে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হলে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ডালমিয়াকে। রাতেই তাঁর এনজিওগ্রাম করা হয়। তারপর দুদিন ধরে তাঁর অবস্থা স্থিতিশীল ছিল। কিন্তু রাত নয়টার পরে খবর এলো ডালমিয়া আর নেই।
ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর শ্রীনিবাসনকে সরিয়ে তৃতীয় দফায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচন করা হয় তাকে।।
১৯৮৩ সালে, অর্থাৎ ভারতের বিশ্বকাপ বিজয়ের বছরই ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাধ্যক্ষ হন ডালমিয়া। তিনি ১৯৮৭ সালে ভারত-পাকিস্তান যৌথ আয়োজনে এবং ১৯৯৬ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথ আয়োজনে ভারতে বিশ্বকাপ আয়োজনে সহযোগিতা করেছেন। ভারতীয় বোর্ডের সভাপতি পদে থাকা অবস্থায় ১৯৯৭ সালে আইসিসির সভাপতি নির্বাচিত হন। ২০০০ সালে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়াতেও তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল।