রংপুরে খেলবেন পাকিস্তানের মিসবাহ
স্পোর্টস ডেস্ক: এবারের বিপিএলে মিসবাহ-উল-হককে পাশে পাচ্ছেন রংপুর রাইডার্স। পাকিস্তানের টেস্ট অধিনায়ক নিজেই জানিয়েছেন রংপুরের দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার কথা।
৪১ বছর বয়সী মিসবাহ গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে অবসর নিতে পারেন তিনি। তবে ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর তাঁর কণ্ঠে ভিন্ন সুর। এখন মিসবাহর দৃষ্টি আগামী বছর ইংল্যান্ডের মাটিতে চার টেস্টের সিরিজের দিকে।
তবে সেটা অনেক পরের কথা। আপাতত মিসবাহর নতুন ‘মিশন’ আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএল। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, ‘আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলব। আশা করি, এ সুযোগ আমাকে খেলা চালিয়ে যেতে সাহায্য করবে। ইংল্যান্ড সফরের জন্য নিজেকে অনুপ্রাণিত করতে এই প্রতিযোগিতা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ।’
২০১০ সালে পাকিস্তানের অধিনায়কত্ব পাওয়ার পর ৪২ টেস্টে দলকে ২০টি জয় এনে দিয়েছেন মিসবাহ। তিনিই এখন পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক। তাঁর নেতৃত্বে প্রায় এক দশক পর আইসিসি টেস্ট র্যাং কিংয়ের দ্বিতীয় স্থানেও উঠেছে পাকিস্তান।