আমরা ভিক্ষুক নই: তামিম
স্পোর্টস ডেস্ক: “আমরা ভিক্ষুক নই” গতকাল সোমবার বিপিএলের দ্বিতীয় দিনে চিটাগং ভাইকিংস-সিলেট সুপারস্টার্স ম্যাচ শেষে এই কথা বলেছেন তামিম ইকবাল। মূলত সিলেট সুপারস্টার্সের দুই বিদেশি খেলোয়াড়ের এনওসি জটিলতা নিয়ে এই ঝামেলার সূচনা হয়। তামিমের অভিযোগ, সিলেটের এক কর্মকর্তা বাবা-মা তুলে গালাগাল করেছেন তাঁকে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিলেটের একজন কর্মকর্তা আমার বাবা-মাকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক। জাতীয় দলের একজন খেলোয়াড়ের প্রতি কিছুটা হলেও শ্রদ্ধা থাকা উচিত। আমরা ক্রিকেট খেলতে এসেছি, বাবা-মাকে নিয়ে গালাগাল শুনতে আসিনি।’
তামিম আরো বলেন, ‘আমরা জাতীয় দলের খেলোয়াড়, ভিক্ষুক নই। আপনার টাকা থাকতে পারে। কিন্তু তাই বলে কাউকে অসম্মান করতে পারেন না। সেই অধিকার কারো নেই। বিপিএল খেলতে এসেছি বলে আমরা বিক্রি হয়ে যাইনি।’
বিপিএল টেকিনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ ব্যাপারে বলেন, ‘তামিম আমাদের কাছে অভিযোগ করেছে, সিলেটের একজন কর্মকর্তা তার সঙ্গে খারাপ আচরণ করেছে। বিষয়টি অবশ্যই আমরা খতিয়ে দেখব। প্রমাণ পেলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। এ ধরনের আচরণের সমর্থন কখনো করি না আমরা।’