অলিম্পিকের আগে অবসর নয়
স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকের আগে অবসর নিয়ে কোন ভাবনা নেই বলে জানিয়েছেন সুইস টেনিস তারকা রজার ফেদেরার। ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগে খেলতে এসে এক সাক্ষাৎকারে একথা জানান বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ফেদেরার।
তিনি বলেন, ‘২০১৬ সাল নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। আর রিও অলিম্পিকের আগে অবসর নিয়ে ভাবার কোন ফুসরত নেই।’ তবে বর্তমানে ৩৪ বয়সী ফেদেরার হঠাৎই যেন নিজের সেরা ফর্ম থেকে হারিয়ে গেছেন। টেনিসের সেরা চার টুর্নামেন্টের দিকে চোখ বুলালে, তা একরকম স্পষ্ট।
২০১২ সালে সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেদেরার। তার আগে ২০১০ সালে জিতেছিলেন সর্বশেষ গ্র্যান্ড স্ল্যাম। তবে চলতি বছর গ্র্যান্ড স্ল্যাম জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিলেন ফেদেরার। উইম্বলডন ও ইউএস ওপেনের ফাইনালে উঠেও শিরোপা খরা কাটাতে পারেননি তিনি। তাই সমালোচকরা বলে বসেন, ‘ফেদেরারের অবসর নেয়া এখন সময়ের ব্যাপার।’
সমালোচকদের একথা অনেক আগেই কানে গিয়েছে ফেদেরার। কিন্তু অবসর নিয়ে কোন কথা বলেননি তিনি। অবশেষে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার টেনিস লিগে খেলতে এসে নিজের অবসর ভাবনা নিয়ে বললেন ফেদেরার। ফেদেরার বলেন, ‘এখন আমার ভাবনাজুড়ে রিও অলিম্পিক। তাই রিও অলিম্পিকের আগে অবসর নিয়ে ভাবার কোন সময়ও নেই।’
শুধুমাত্র রিও অলিম্পিকই নয়, আগামী বছর অস্ট্রেলিয়া ওপেন জয়ের ইচ্ছাও প্রকাশ করেছেন ফেদেরার। তিনি বলেন, ‘আগামী বছর আমি অস্ট্রেলিয়ান ওপেন জিততে চাই। রিও অলিম্পিকের পর অস্ট্রেলিয়ান ওপেন জয় আমার বড় টার্গেট।’
২০১৬ সালকে সামনে রেখে নিজের ফিটনেস নিয়েও বেশ সতর্ক ফেদেরার। নিজের ফিটনেসের প্রতি জোর জোর দেখছেন তিনি। নিজের ফিটনেস নিয়ে বলেন, ‘ফিটনেস ঠিক রাখতে এখনও সবকিছু নিয়মমাফিক করি। আমার মনে হয়, এখনও অনেকদিন আমি খেলার মধ্যে থাকব। সাফল্য পেতে হলে ফিটনেস শতভাগ ভালো থাকাটা জরুরি।’
এখন পর্যন্ত ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেদেরার। অস্ট্রেলিয়ান ওপেনে ৪টি, ফ্রেঞ্চ ওপেনে একটি, উইম্বলডনে সাতটি ও ইউএস ওপেনে পাচটি শিরোপা জয় করেন ফেদেরার। সংবাদ : বিবিসি।

 
	                
	                	
	             
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	 
	                       			                       	