হার থেকে বের হতে পারলো না নাদাল
স্পোর্টস ডেস্ক : খেলা হচ্ছিল তাঁর প্রিয় ক্লে-কোর্টে। ম্যাচ পয়েন্টও পেয়ে গিয়েছিলেন তিনি। তবু জিততে পারেননি রাফায়েল নাদাল। আর্জেন্টিনা ওপেনের সেমিফাইনালে অস্ট্রিয়ার ডমিনিক ঠিমের কাছে হার মেনেছেন এই স্প্যানিশ তারকা। খেলার ফল ৬-৪, ৪-৬, ৭-৬ (৭/৪)। অনেক দিন ধরেই নাদালের র্যাকেটে সাফল্য নেই।
গত বছর তিনটা শিরোপা জিতলেও কোনোটাই তেমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ছিল না। এই তিন শিরোপার একটি ছিল আর্জেন্টিনা ওপেনেই। ভেবেছিলেন নতুন বছরটা শুরু হবে সাফল্য দিয়ে। কিন্তু হয়েছে উল্টো। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডেই। এবার আর্জেন্টিনা ওপেনেও নাদাল ব্যর্থ। অথচ শনিবার ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিলেন টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর খেলোয়াড়। কিন্তু তৃতীয় সেটের দশম গেমে ম্যাচ পয়েন্ট পেয়েও জিততে পারেননি। অবশ্য বুয়েনস আইরেসের ৩২ ডিগ্রি সেলসিয়াসের বিরূপ আবহাওয়াও তাঁর সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। দুই ঘণ্টা ৫০ মিনিটের লড়াই বৃথা হয়ে গেলেও নাদাল হতাশ নন, ‘ম্যাচটা ভীষণ কঠিন ছিল। আমি জয়ের সুযোগ পেয়েও তা নষ্ট করেছি। তবে ঠিমও খুব ভালো খেলেছে। নিজেকে নিয়ে আমি চিন্তিত নই। আমার মধ্যে শুধু ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে। আর আমাকে আরো কম ভুল করতে হবে।’
বুয়েনস আইরেসের হতাশা পেছনে ফেলে নাদাল এখন তাকিয়ে রিও ডি জেনিরোর দিকে। ২০১৬ অলিম্পিকের শহরে আগামী সপ্তাহে একটি টুর্নামেন্টে অংশ নেবেন তিনি। ফল যা-ই হোক, নাদালের লক্ষ্য রিওর আবহাওয়ার সঙ্গে পরিচিত হওয়া, ‘এখানে (বুয়েনস আইরেসে) বিরূপ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ সমস্যা হয়েছে আমার। অন্য জায়গার তুলনায় এখানে বেশি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আমি জানি রিও ডি জেনিরোর কন্ডিশন এখানকার চেয়ে ভালো হবে না। আমাকে তাই মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যেতে হবে।’