অবশেষে শিরোপা জিতলো নাদাল
- স্পোর্টস ডেস্ক
সর্বশেষ দুই বছর আগের গ্র্যান্ড স্লাম জিতেছিলেন নাদাল। সেবার জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। আর সর্বশেষ শিরোপা জিতেছিলেন জার্মান ওপেনে। তাও সেটি গত বছরের আগস্টে। তারপর অনেক দিন কোনো শিরোপার দেখা পাননি তিনি। তবে দীর্ঘ প্রতিক্ষার পর আবার শিরোপার দেখা পেয়েছেন এই স্প্যানিশ তারকা। ফ্রান্সের গেল মনফিলসকে মন্টে কার্লো মাস্টার্সের ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছেন তিনি।
তবে এই জয়ের অনেক লড়াই করতে হয়েছে তাকে। দীর্ঘ লড়াইটি তিনি জিতেছেন ৭-৫, ৫-৭, ৬-০ গেমে। লড়াইটি ছিল প্রায় পৌনে তিন ঘণ্টার। শিরোপা জিতে নাদাল বলেন, ‘এখানে আমি নবমবারের মতো শিরোপা জিতেছি। যা আমার জন্য অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার কাছে এর চেয়ে ইতিবাচক আর কিছুই হতে পারে না।’
এর মাধ্যমে শততম ফাইনাল খেলে ফেললেন নাদাল। যার মধ্যে ৬৮টিতে সাফল্য পেয়েছেন তিনি। তিনি বলেন, ‘গত বছরটা ভালো কাটেনি আমার। খুব কঠিন সময় পার করেছি আমি। তবে এই সাফল্য আমাকে ঘুরে দাড়াতে অনুপ্রেরণা যোগাবে। যদিও আমি এখনো সম্পূর্ণ ফিট নই।’