পর্দা নামল আন্তঃবিভাগীয় দাবা টুর্নামেন্টের
- স্পোর্টস ডেস্ক
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দাবা ক্লাব আয়োচিত ‘আন্তঃ বিভাগীয় দাবা টূর্নামেন্ট-২০১৮’ গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিম্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দাবার এফআইডিই মাস্টার মেহেদী হাসান পরাগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দাবা ক্লাবের মডারেটর ড. বিনয় বর্মন , সভাপতি প্রীতম সাহা, সাধারন সম্পাদক ইশতিয়াক আলী। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. মারুফ সরকার।এছাড়া কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ফজল আহমেদ আকাশ ও মো. মনজুরুল ইসলাম শাকিল যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টে বিভিন্ন বিভাগের ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এর আগে ১৬ ফেব্রুয়ারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস ধানমন্ডির ব্যাঙ্কুয়েট হলে আন্তঃবিভাগীয় দাবা টুর্নামেন্ট-২০১৮-এর উদ্বোধন করেন জাতীয় দাবা ইনস্ট্রাক্টর মাহমুদা হক চৌধুরী মলি।