স্বপ্ন যার বাধা ডিঙানোর

স্বপ্ন যার বাধা ডিঙানোর

  • ওমর আহমেদ


আল-আমিন ইসলাম হৃদয়, স্বপ্নবাজ এক তরুণ। বাংলাদেশকে বিশ্বদরবারে নতুন ভাবে পরিচয় করিয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অলিম্পকের নতুন সংযোজন রক ক্লাইম্বিং নিয়ে।  

হৃদয়ের পৈত্রিক নিবাস লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জে হলেও জন্মস্থান ঢাকার ডেমরাতে। তাই বেড়ে ওঠা ঢাকাতেই। ছোটবেলা থেকেই ভিন্নখেয়ালি ছিল  হৃদয়। বড় হয়ে একসময় মনে বাসা বাঁধে আর্চারি শিখবার। তাই স্নাতকোত্তর অর্জনের সময় বুদ্ধি করে ভর্তি হন সরকারি বাঙলা কলেজে। সেখানে আর্চারি চর্চার সময় বুঝতে পারেন খুব কচি বয়স থেকে হাতে খড়ি না হলে আর্চারি শেখা হয়ে ওঠে না। তাছাড়া অনুভব করতে থাকেন মনের গভীরে তিনি কেমন যেন অতৃপ্ত। তারপর একদিন খবরের পাতায় দেখেন অলিম্পিকে স্পোর্টস ক্লাইম্বিং নামে নতুন একটি খেলা যুক্ত হয়েছে। তিনি ঠিক করে ফেলেন স্পোর্টস ক্লাইম্বার হবেন, দেশের হয়ে অলিম্পিক খেলবেন।

কিন্তু বিপত্তি অনেক, কারণ বাংলাদেশে পাথুরে কোনো পাহাড় বা পর্বত নেই যার ফলে এই খেলার জন্য নিজেকে প্রস্তুত করার সেই সুযোগও নেই। খোঁজ নিয়ে দেখেন দেশে এই খেলা চর্চার জন্য কোনো ফেডারেশন বা ক্লাব কিছুই নেই। তবুও হার না মানার মন তাঁর। তিনি সিদ্ধান্ত নেন পাশের দেশ ভারতে গিয়ে ট্রেইনিং নিবেন। কিন্তু মধ্যবিত্ত পরিবারে যেখানে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে নিজের অর্থযোগান দিয়ে দেশের বাহিরে গিয়ে ট্রেইনিং নেওয়াটা এক প্রকার দুঃসাধ্যও বটে। কিন্তু হৃদয় অনুভব করেন স্বপ্ন বাধা নিয়েই জয় করতে হয়। অর্থসহ অন্যান্য বাধা অতিক্রম করে তিনি শেষ পর্যন্ত ভারতে ট্রেইনিং এ যাওয়ার ব্যবস্থা করে ফেলতে সক্ষম হন।

প্রথমে ভারতে পশ্চিম বঙ্গের পুরুলিয়া জেলায় বেসিক কোর্স সম্পন্ন করে পর্যায়ক্রমে হিমাচল প্রদেশের দেবাচল পাহাড়, কার্গিলের এলফিফটিন পাহাড় এবং পারমা গ্রামের মাউন্ট শিবা নামের এসব সুউচ্চ পর্বতগুলোতে অভিযান করে নিজেকে ঝালিয়ে নেন।
এবছরে ভারতে তাঁর বেশ কিছু স্পোর্টস ক্লাইম্বিং টুর্ণামেন্ট সহ কিছু এডভান্স ট্রেইনিং এ অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু বিশ্বজুড়ে কোভিড-১৯ মহামারির ফলে সব কিছু থমকে যায়। এই মুহূর্তে হৃদয় অন্যসব এথলেটদের মত ঘরে বসেই ফিটনেস ধরে রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন সব কিছু স্বাভাবিক হয়ে আসলে আসছে টোকিও অলিম্পিকে দেশের হয়ে প্রথম বারের মত বিশ্বমঞ্চে একজন রক ক্লাইম্বার হিসেবে দেশের পতাকা তুলে ধরবেন। হৃদয় আরো স্বপ্ন দেখেন ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে মাউন্ট এভারেস্টের চূড়ায় দেশের জাতীয় সংগীত বাজাবেন।

তাঁর স্বপ্নের মত এরকম হাজারো তরুণের স্বপ্ন সারথি হয়ে সাহস যোগাতে তিনি ইয়ুথ এডভেঞ্চার এন্ড স্পোর্টস ক্লাব গঠণ করেছেন। হৃদয় বর্তমানে ঢাকার মিরপুরের সরকারি বাঙলা কলেজে ম্যানেজমেন্ট বিভাগে স্নাতকোত্তর করছেন । এছাড়া বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরে প্রোগ্রাম বিভাগে নিয়োজিত আছেন।

Sharing is caring!

Leave a Comment