ডিআইইউ-এসিপিবি র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট অনুষ্ঠিত
- খেলা ডেস্ক
গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিআইইউ-এসিপিবি র্যাপিড রেটিং চেস টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হয়েছে মেহেদী হাসান পরাগ আর রানার আপ হয়েছে মো. আবু হানিফ এবং তৃতীয় স্থান অর্জন করেছে অভিক সরকার। বাংলাদেশ চেস ফেডারেশন এর সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ (এসিপিবি) এ চেস টুর্নামেন্টের আয়োজন করে। এ টূর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছে গোল্ডেন স্পোর্টিং ক্লাব। সুইস লীগ পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হয়। সবার জন্য উন্মুক্ত এই টুর্নামেন্টে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ১৫০ জন খেলোয়ার অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এসিপিবি’র সাধারণ সম্পাদক ও গোল্ডেন চেস ক্লাবের সভাপতি আমীর আলী রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল বিশ্ববিদায়লয়ের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক এবং ডিআইইউ চেস ক্লাবের আহবায়ক ড. বিনয় বর্মন, বাংলাদেশ পুলিশের এএসপি এবং এসিপিবি-র সহসভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান এবং শাহনুর খান স্মৃতি সংসদের সভাপতি শাহরিয়ার খান বর্ণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল চেস কোচ এবং এসিপিবির সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।