এ্যাথলেটিকসে নিষিদ্ধ রাশিয়া
স্পোর্টস ডেস্ক: বিশ্ব এ্যাথলেটিকসে সাময়িকভাবে নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। এ্যাথলেটারদের ব্যাপক হারে মাদক গ্রহণের অপরাধে রুশ এ্যাথলেটিকস ফেডারেশনের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক এ্যাথলেটিকস এ্যাসোসিয়েশন (আইএএএফ)। মাদক গ্রহণ সংক্রান্ত ‘ডোপ” টেষ্টে ভাল ফল দেখাতে না পারায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হল।
এর ফলে রুশ এ্যাথলেটদের আগামী বছর রিও অলিম্পিকে অংশ নেওয়াটা অনিশ্চয়তায় পড়েছে। ওয়ার্ল্ড ডোপিং এজেন্সি সম্প্রতি অভিযোগ করেছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অবৈধ ওষুধ গ্রহণ করছে রুশ এ্যাথলেটরা। সেই প্রতিবেদন প্রকাশের কয়েক দিনের মধ্যেই নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউন্সিলররা ২২-১ ভোটে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত পাস করেছেন।
ভোটাভুটি শেষে আইএএএফ প্রেসিডেন্ট লর্ড কো বিবিসিকে বলেছেন, ‘এটি আমাদের সবার জন্যই একটা সতর্কবার্তা, যা ক্রীড়াক্ষেত্রে একটা লজ্জাজনক ব্যাপার।’ অবশ্য রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিতালি মুক্ত বলেছেন, নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত সমায়িক এবং এই সমস্যা সমাধানযোগ্য। যদিও কাউন্সিল সদস্যদের ভোটাভুটিতে রুশ প্রতিনিধিকে ভোটের সুযোগ দেওয়া হয়নি।