আতঙ্ক বাড়ছে আইফোন ১৩ নিয়ে
- সারমিন আক্তার
আইফোন সিরিজ প্রয়োজনের থেকেও বেশি শখের কাতারেই পড়ে। লাখ টাকা খরচ করে আইফোনের নতুন মডেল কেনা অনেকটা সোনার হরিণ পাওয়ার মতো। শখের বস্তু বলেই এর পরিচিতি এমনটাও নয়। আইফোনের কার্যক্ষমতাও অন্য মোবাইল ফোনগুলোর থেকে খানিকটা এগিয়ে। বাজারে মানুষের চাহিদা এবং নিজেদের সেরা থেকে সেরার প্রমাণ দিয়ে অ্যাপল একের পর এক আইফোনের নতুন মডেল বাজারে নিয়ে আসছে। সম্প্রতি এই মোবাইল সিরিজের সর্বশেষ মডেল আইফোন ১৩ বাজারে এসেছে। তবে ইতোমধ্যেই আইফোন ১৩ নিয়ে একটি বিশেষ আতংকের গুঞ্জন শোনা যাচ্ছে। কোনোকারণে বাইরে থেকে এই মোবাইলের ডিসপ্লে বদলালেই তার জন্য ভুগতে হবে ক্রেতাকে।
অনেক সময়ই দুর্ঘটনাবসত নানাভাবে আমাদের মোবাইল সেটগুলো ক্ষতিগ্রস্থ হয়। এই ক্ষতির খেসারত বেশিরভাগই মোবাইলের ডিসপ্লের উপর দিয়ে যায়। আর তখন আমরা ডিসপ্লে বদলে নেই। আইফোনের ক্ষেত্রে কোনোভাবে ফোনের ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হলে তা স্থানীয় দোকান থেকে ঠিক করার কথা ভুলেও ভাবা যাবে না। কারণ আতংক ঠিক এখানেই। বাইরে থেকে ফোন সারানো হলে ফোনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হারিয়ে যেতে পারে।এতে ডিভাইসটির ফেস আইডি (Face ID), ফিচার অর্থাৎ আইফোন ১৩ এর বিশেষত্বগুলো পুরোপুরি নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এ বিষয়টি নিয়ে সম্প্রতি এক ইউটিউবার বি সকলকে সচেতনতার বার্তা দেয়। মূলত ফোনের ওয়ারেন্টি মেয়াদ শেষ হওয়ার পর দেখা যায় ফোনের কিছু সমস্যা দেখা দেয়। তখন সেসব সমস্যা সমাধানে সার্ভিসিংয়ের প্রয়োজন হয়। তখন কোথায় সার্ভিসিং করাবেন এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। অ্যাপল সেন্টারে সহজলভ্যতা আর সার্ভিসিং অতিরিক্ত ব্যয়বহুল হওয়ায় মানুষ স্থানীয় সার্ভিসিং সেন্টারের সহযোগিতা নিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে অ্যাপল প্রস্তুতকারক কোম্পানি সিদ্ধান্ত নেয় যে, অ্যাপলের পরিষেবা বহির্ভূত অন্য কোনো উপায়ে অর্থাৎ স্থানীয় সার্ভিসিং সেন্টার থেকে আইফোন ১৩ ডিভাইসের ডিসপ্লে বা অন্য যেকোনো ধরণের সার্ভিসিং সামগ্রী ব্যবহার করলে ফোন প্রস্তুতকারক কোম্পানির পক্ষ থেকে এর ফেস আইডি ফিচার নিষ্ক্রিয় করে দেওয়া হবে।
সাধারণত স্ক্রিন রিপ্লেসমেন্ট বা অন্যান্য কোনো সমস্যা সারাতে চার্জ হিসেবে অ্যাপল, আইফোন ১৩ ক্রেতাদের কাছে প্রায় ১৭,০০০ টাকা থেকে ২৪,৪০০ টাকা দাবী করতে পারে। অনেকসময় এই মোটা অংকের আর্থিক চাহিদা মেটানো গ্রাহকের পক্ষে অসুবিধাজনক হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে বাইরে বা স্থানীয় কোনো দোকান থেকে কম খরচে সারানো যায়। কিন্তু অ্যাপল আর এই সুযোগ রাখছে না। তাদের ফোনের ফিচার নিষ্ক্রিয় করার সিদ্ধান্তের ফলে ক্রেতাদের এই সুবিধা আর থাকছে না। এই বিষয়ে অনেকের অনেক রকম মতামত থাকলেও আসলের বদলে সস্তা ও নকল উপকরণ দিয়ে ফোন মেরামত রোধ করতেই অ্যাপলের এমন সিদ্ধান্ত। এক্ষেত্রে আইফোন ১৩ ডিভাইসের আসল ডিসপ্লের উপরে কুলীন স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা এনক্রিপশন আরোপ করে। এতে ডিসপ্লে পরিবর্তনের ফলে ডিভাইসের নির্দিষ্ট আইসি (IC) নিষ্ক্রিয় হয়ে পড়ে যা ফেস আইডি ফিচার কাজ করার জন্য একান্ত প্রয়োজনীয়। আইফোনের ক্যামেরা এবং অন্যান্য ফিচারের কাজের ক্ষমতার কারণেই মূলত মানুষ এটিকে নিজেদের পছন্দের তালিকার প্রথম দিকে রাখে। তবে আইফোন ১৩ এর ক্ষেত্রে এমন সিদ্ধান্ত অবশ্যই ক্রেতাদের আরো সচেতনভাবে ভাবতে বাধ্য করবে। কারণ নিজেদের সামান্য ভুলের জন্য পছন্দের মোবাইল ফোনটিকে নিষ্ক্রিয় করে দিতে কেউই চাইবে না।