যে কারণে আইফোন এত দামি ও জনপ্রিয়
- নিয়ামুল কবির
টেক জায়ান্ট অ্যাপলের তৈরিকৃত আইফোন সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর আইফোন এর জনপ্রিয়তার কথা কে না জানে? আইফোনের জনপ্রিয়তা যেমন তুঙ্গে এর দামও কিন্তু আকাশছোঁয়া। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আইফোনের দাম এত বেশি হবার পরেও কেন এত জনপ্রিয়?
অ্যাপল বরাবরই প্রতি বছর মাত্র একটি সিরিজের কয়েকটি মডেলের ফোন ছাড়লেও বিক্রির দিক দিয়ে আইফোন এর অবস্থান তালিকার ওপরের দিকেই থাকে। এমনকি অ্যাপল নতুন কোন আইফোন বাজারে ছাড়ার আগের দিন অনেক ক্রেতা অবস্থান করেন, পরের দিন আইফোনের নতুন মডেলটি কেনার জন্য।
অ্যাপল যখন ২০০৭ সালে তাদের যাত্রা শুরু করে তখন তাদের তৈরি প্রথম আইফোনের দাম ছিল ৩৯৯ ডলার যা দিয়ে বর্তমান সময়েও মোটামুটি ভালো দামে স্মার্টফোন কেনা সম্ভব। ২০২২ সালে তৈরি আইফোন ১৩ মিনির দাম ৬৯৯ ডলার থেকে এবং আইফোনের লেটেস্ট মডেল আইফোন ১৩ প্রো ম্যাক্স এর মূল্য শুরু হয় ১০৯৯ ডলার থেকে। খুব সহজেই বোঝা যায় আইফোনের দাম কতটা বেশি। চলুন জেনে নেওয়া যাক আইফোনের দাম বেশি হবার পরেও এত জনপ্রিয়তার কারণ:
আইফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার
আইফোনের হার্ডওয়্যার পারফরমেন্স অন্যান্য সকল স্মার্টফোনের থেকে অনেক বেশি এবং প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে। হার্ডওয়ারের দিক থেকে আইফোন উন্নত প্রযুক্তি দিতে কখনো ছাড় দেয়না। গ্রাহকদের চাহিদার সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সমস্ত সেরা প্রযুক্তিগুলোই আইফোনে জুড়ে দেয় অ্যাপল। অ্যাপল তাদের আইফোন গুলোতে হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিজে থেকে তৈরি করে আইফোন গুলোতে জুড়ে দেয়। অ্যাপল যেহেতু নিজেরাই তাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করে তাই গ্রাহকরা আইফোন থেকে অসাধারণ অভিজ্ঞতা পেয়ে থাকে।
আইফোনের নজরকাড়া ডিজাইন
আইফোনের এত জনপ্রিয়তার অন্যতম একটি কারণ হচ্ছে আইফোনের অসাধারণ ডিজাইন। এর নজরকাড়া ডিজাইন যে কোন ব্যক্তিকে আকর্ষিত করে। অ্যাপল তাদের আইফোনের ডিজাইন এমন ভাবে তৈরি করে থাকে যাতে যে কারো হাতে আইফোন থাকলে খুব সহজেই অন্য ব্যক্তিরা বুঝতে পারে যে এটি একটি আইফোন।
আইফোনের সিকিউরিটি সিস্টেম
সিকিউরিটি দিক থেকে অ্যাপল তাদের আইফোনে সকল উন্নত মানের প্রযুক্তির সিকিউরিটি সিস্টেম ব্যবহার করেছে। অ্যাপল ব্যবহারকারী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই এত আধুনিক প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা যোগ করেছে তাদের আইফোনে। যার ফলে ব্যবহারকারীর কোন তথ্য চুরি করা প্রায় অসম্ভব। এছাড়াও কোন কারণে যদি আইফোন হারিয়ে যায় সেটি খুঁজে বের করার জন্যেও রয়েছে বেশকিছু পদ্ধতি।
অ্যাপল ইকোসিস্টেম
অ্যাপল ইকোসিস্টেম এমন একটি সিস্টেম যেখানে একাধিক অ্যাপেল ডিভাইস একে অপরের সঙ্গে যুক্ত থাকে। মনে করুন আপনার কাছে একটি আইফোন ও একটি ম্যাকবুক রয়েছে আপনি যেখানে খুব সহজেই এই দুইটি ডিভাইসের মধ্যে যেকোনো ধরনের তথ্য আদান-প্রদান করতে পারবেন খুব সহজেই। এমনকি আইফোনে কোন কল আসলে আপনার কাছে যদি আপনার আইফোনটি নাও থাকে সেক্ষেত্রে আপনি ম্যাকবুক দিয়েই আইফোনে আসা কলটি রিসিভ করতে পারবেন এবং কেটে দিতে পারবেন। অ্যাপল এর এই ইকো-সিস্টেম ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়। কারণ এমন ইকো-সিস্টেম অন্য কোন স্মার্টফোন তৈরিকৃত কোম্পানি এখনো দিতে পারেনি।