পেপসির স্মার্টফোন
প্রযুক্তি ডেস্ক: প্রথমবারের মতো স্মার্টফোন নিয়ে এল কোমলপানীয় নির্মাতা প্রতিষ্ঠান পেপসি। গত বৃহস্পতিবার পি ১ এবং পি ১ এস নামে নতুন দুটি স্মার্টফোন চীনের বাজারে ছেড়েছে তারা। সংবাদ: এনডিটিভি।
পেপসি তাদের এই ফোনের ব্যাপারে জানিয়েছে, পি ১ স্মার্টফোনটি রেগুলার ভার্সন হিসেবে এবং পি ১ এস মডেলটি ছাড়া হয়েছে আপগ্রেড ভার্সন হিসেবে। পি ১ এস মডেলে রয়েছে এফডিডি-এলটিই সাপোর্ট।
আপাতত জেডি ডটকম নামের একটি চীনা ওয়েবসাটের মাধ্যমে বিক্রি করা হচ্ছে স্মার্টফোন দুটি। প্রথম এক হাজার ক্রেতার জন্য পি ১ মডেলের দাম ধরা হয়েছে ৪৯৯ ইয়েন এবং পি ১ এস মডেলের দাম ধরা হয়েছে ৬৯৯ ইয়েন। তবে এরপর যারা সেট দুটি কিনবেন তাদের পি ১ মডেলে জন্য ৯৯৯ ইয়েন এবং পি ১ এস মডেলের জন্য এক হাজার ২৯৯ ইয়েন গুনতে হবে।
পি ১ এবং পি ১ এস সেট দুটি স্পেসিফিকেশন প্রায় একই। দুটি সেটেই রয়েছে ১০৮০x১৯২০ পিক্সেলের ৫.৫ ইঞ্চি ২.৫ ডি কার্ভড ডিসপ্লে। সেট দুটি চলবে অ্যানড্রয়েড ৪.১ ললিপপ অপারেটিং সিস্টেমে। রয়েছে হাইব্রিড ডুয়েল সিম কার্ড স্লট। ফোন দুটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। চার্জ ধরে রাখবে ৩০০০ এমএএইচের ব্যাটারি।