স্মার্টফোন ধোয়া যাবে সাবান-পানিতে !
প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান কেডিডিআই একটি স্মার্টফোন বাজারে নিয়ে আসার ঘোষণা দিয়েছে যা সাবান-পানি দিয়ে ধোয়া যাবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটাই হবে পৃথিবীর প্রথম স্মার্টফোন যা সাবান-পানি দিয়ে ধোয়া যাবে এবং আগামী সপ্তাহে জাপানের বাজারে ছাড়া হবে এই স্মার্টফোনটি। সংবাদ: এএফপি।
এ নিয়ে কেডিডিআই এর একজন মুখপাত্র জানান, গবেষণার সময় আমরা ৭০০ বার ফোনটি সাবান-পানি দিয়ে ধুয়ে পরীক্ষা করে দেখেছি। আর সে কারণেই আমরা বলতে পারি সাবান-পানিতে এই ফোনের কোনো ক্ষতি হবে না।
নতুন এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ১৭৫ মার্কিন ডলার। সব সাবান দিয়ে এই ফোনটি ধোয়া যাবে না। এ ব্যাপারে কিডিডিআই কর্তৃপক্ষ জানান, ‘সব সাবান দিয়ে এটি ধোয়া যাবেনা। এজন্য আলাদা ধরণের সাবান লাগবে যা ফোনটির সাথে সাথে জাপানের বাজারে ছাড়া হবে’।