আগুনে চার্জ হবে মোবাইল
প্রযুক্তি ডেস্ক : মুঠোফোন চার্জ দিতে আর দরকার হবে না বৈদ্যুতিক শক্তির। এবার তাপশক্তি থেকেই ফোনের ব্যাটারিতে হবে চার্জ। নতুন এই চার্জারের নাম ‘দ্য ক্যান্ডেল চার্জার’।
একটি পানিযুক্ত পট রাখুন একটি স্ট্যান্ডের উপরে এবং নিচে দিন একটি ফুয়েল চালিত ছোট বক্সের মোমবাতি। এই পটের সাথে একটি ইউএসবি ক্যাবল সংযুক্ত থাকবে। যখন পানি ফুটবে, পানি এবং আগুনের শিখার মধ্যে এক ধরণের শক্তির উৎপত্তি হবে। এবং শিখা ইউএসবি ক্যাবলে বিদ্যুৎ উৎপন্ন করবে। এটি সহজে বহনযোগ্য এবং দ্রুত চার্জ দিতে সক্ষম।
চার্জারটির দাম ১০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৭ হাজার ৮০০ টাকা।