ফিরে আসছে ইয়াহু ম্যাসেঞ্জার
প্রযুক্তি ডেস্ক : এক সময় ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস হিসেবে তুমুল জনপ্রিয় হয়েছিল ইয়াহু মেসেঞ্জার। তখন ফেসবুক বা টুইটারের মতো সামাজিক মাধ্যম ছিল না। এত চ্যাটিং অ্যাপও ছিল না। তাই বিনামূল্যে চ্যাটিংয়ের জন্য ইয়াহু মেসেঞ্জারই ছিল ভরসা।
কালের বিবর্তনে হারিয়ে গেলেও আবার ফিরে আসছে ইয়াহু মেসেঞ্জার। তবে এবার মেসেজিং অ্যাপ্লিকেশন হিসেবে। আগামী কয়েক মাসের মধ্যে এই অ্যাপ ছাড়া হবে বলে জানিয়েছে ইয়াহু। সংবাদ : ম্যাশেবল।
হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের আদলে তৈরি করা হচ্ছে ইয়াহু মেসেঞ্জার অ্যাপটি। ইয়াহু মেইলের অ্যাকাউন্ট দিয়ে লগইন করার পর আপনার মেইল অ্যাকাউন্টে থাকা সবাইকে যোগ করে নেবে মেসেঞ্জার। ফলে তারাও ইয়াহু মেসেঞ্জারের অ্যাপটি ব্যবহার করতে পারবে।
আইওএস ও অ্যানড্রয়েড দুটি ভার্সনেই ছাড়া হবে অ্যাপটি। এর পাশাপাশি থাকবে একটি ওয়েব অ্যাপ। ইয়াহু মেইলের সঙ্গেই ডেস্কটপে থাকবে এই অ্যাপটি, যেমন—জিমেইলের সঙ্গেই গুগল হ্যাংআউটস সংযুক্ত করা থাকে।