স্মার্টফোনেই হবে স্ক্যানের কাজ
প্রযুক্তি ডেস্ক : অনেক সময় ছবি বা জরুরি কাগজপত্র স্ক্যান করার প্রয়োজন হয়। কিন্তু হাতের কাছে স্ক্যানার না থাকলে পড়তে হয় সমস্যায়। তাই জরুরি স্ক্যান করার প্রয়োজন পড়লে ব্যবহার করতে পারেন আপনার স্মার্টফোনটিকে। আর এজন্য ‘ক্যাম স্ক্যানার’ নামের একটি অ্যাপ ব্যবহার করতে হবে আপনাকে। এই অ্যাপের সাহায্যে যে কোনো ডকুমেন্ট স্ক্যান করা যায়।
কীভাবে স্ক্যান করবেন: যে ডকুমেন্টটি স্ক্যান করতে চান প্রথমে আপানাকে অ্যাপটির মাধ্যমে সেটির ছবি তুলতে হবে। ছবিটি স্বয়ংক্রিয়ভাবে ক্রপ হয়ে যাবে। এমনকি ছবিটি বেঁকে গেলেও ক্যাম স্ক্যানার নিজেই তা ঠিক করে নেবে। মজার ব্যাপার হলো স্ক্যানকৃত ডকুমেন্টগুলোকে এই অ্যাপ পিডিএফ ফাইলে রূপান্তর করে দেয়।