স্মার্টফোন নিয়ে বাংলাদেশে আসছে আসুস
প্রযুক্তি ডেস্ক : বাংলাদেশের বিকাশমান স্মার্টফোন বাজারের দিকে মনোযোগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। জেনফোন সিরিজের স্মার্টফোনের বাজার বাড়াতে বাংলাদেশে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ানভিত্তিক এই প্রতিষ্ঠান।
দেশের বাজারের প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর সাথে টেক্কা দিতে ‘জেনফোন ৩’ স্মার্টফোন আনবে আসুস কর্তৃপক্ষ। তবে শুধু বাংলাদেশ নয়, মিয়ানমার, কম্বোডিয়া, মিসর এবং নাইজেরিয়ার বাজারেও নিজেদের অবস্থান শক্ত করার পদক্ষেপ নিয়েছে ল্যাপটপ বাজারের জনপ্রিয় এই প্রতিষ্ঠান।
গুঞ্জন আছে, ২০১৬ সালের মে-জুন মাসের দিকে বাজারে আসবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত জেনফোন ৩। এর আগে ২০১৪ সালের প্রথমার্ধে জেনফোন ও ২০১৫ সালের প্রথমার্ধে জেনফোন ২ বাজারে আনে আসুস। সেজন্য ধারণা করা হচ্ছে, ২০১৬ সালের প্রথমার্ধে জেনফোন ৩ বাজারে আসবে।
ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকায় ব্যবহারকারীদের ফোনের নিরাপত্তা নিয়ে আর ভাবতে হবে না। পাসওয়ার্ড বা প্যাটার্ন মনে রাখারও আর কোনো দরকার নেই। শুধুমাত্র ব্যবহারকারীর আঙুলের ছাপে স্মার্টফোনের স্ক্রিনলকসহ অন্যান্য তথ্য সুরক্ষিত থাকবে।
উন্নত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি এতে থাকবে ইউএসবি-সি টাইপ পোর্ট। এর ফলে ফাইল ট্রান্সফার এবং চার্জিং হবে আরো দ্রুতগতির।
জেনফোন সিরিজের ফোন দিয়ে ভারত, ব্রাজিল, রাশিয়া ও তাইওয়ানের বাজারে বেশ সাড়া জাগিয়েছে আসুস। সেজন্য এবার বাংলাদেশ, মিয়ানমার, কম্বোডিয়া, মিসর ও নাইজেরিয়ার বিকাশমান মোবাইল ফোন বাজারের দিকে মনোযোগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।