মাইক্রোসফটের সেলফি অ্যাপ
প্রযুক্তি ডেস্ক : অ্যাপলের আইওএস ডিভাইসের জন্য সেলফি অ্যাপ নিয়ে এলো মাইক্রোসফট। অ্যাপটির নাম দেয়া হয়েছে ‘মাইক্রোসফট সেলফি’। এটি বিনামূল্যে আইফোন ব্যবহারকারী ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই সপ্তাহে থেকেই অ্যাপটি ডাউনলোড করা যাবে বলে মাইক্রোসফট জানিয়েছে।
মাইক্রোসফট জানায়, তাদের অ্যাপটি দিয়ে আইফোন ব্যবহারকারীরা ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই অ্যাপটি অ্যালগারিদমের সহায়তায় কাজ করে। ফলে এটি লিঙ্গ, বয়স, ত্বকের রঙ এবং পারিপার্শ্বিক আলো শনাক্ত করতে পারে। অ্যাপটি ফটো নয়েস বাদ দিতে সক্ষম। ফলে সেলফি হবে ঝকঝকে। এটিতে দিয়ে ক্যামেরার এক্সপোজার এবং কালার নিয়ন্ত্রণ করা যাবে।
অ্যাপলের আইফোন, আইপ্যাড এবং আইফোন টাচ ডিভাইস ডিভাইসে আইওএস ৮.০ এবং নতুন ভার্সনের মাইক্রোসফটের সেলফি অ্যাপটি ব্যবহার করা যাবে।